তথ্য বিবরণী : খুলনা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের নিবাসী শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সমাজসেবা দপ্তর সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে সামনে এগুতে হবে। তিনি বলেন, মেধা ও মননের বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষর্থীরা তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা। সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানভিত্তিক শিশুরা শারীরিক কসরৎ ও নৈপুণ্য প্রদর্শন করে। বিভাগীয় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।