আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১ টায় স্কুল চত্বরে ফলাফল ঘোষণা করা হয়। কলেজিয়েটের অধ্যক্ষ মহিদ কুমার দাশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এবছর ১৪১ জন পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ১৩২ জন কৃতকার্য হয়েছে।পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫ জন, বাণিজ্য বিভাগে ১৫ জন ও মানবিক বিভাগে ৮২ জন কৃতকার্য হয়েছে। ফলাফল তৈরি করেন সহকারী শিক্ষক যুগোল কৃষ্ণ সরকার ও মনতাজ আহমেদ। অনুষ্ঠানে সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।