যশোর অফিস : বেনাপোলে ডিবির অভিযানে ১১ বোতল বিদেশিমদসহ তিন যুবককে আটক করা হয়েছে। রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক আসামিরা হলেন, বেনাপোল সাদিপুর মধ্যপাড়ার মেহেদী হাসান বাবু, গাতিপাড়া গ্রামের মহাসিন এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া পূর্বপাড়ার আসাদুজ্জামান। আসামি মেহেদী হাসান বাবুর ভাড়াটিয়া দোকান ঘরের ভিতর থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, তাদের কাছে খবর আসে বেনাপোলের একটি দোকানে গোপনে মদ বেচাকেনা চলছে। তাৎক্ষনিক সোলায়মান আক্কাসের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের কাছথেকে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।