আবুল বাশার, বেনাপোল : দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল সীমান্তের রঘুনাথ গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে এসময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের রঘুনাথপুর থেকে এ মাদকের চালান উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্তের রঘুনাথপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই লিখন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে রঘুনাথপুর গ্রামস্থ পলাতক আসামি মোঃ তারেক হোসেন (৪২) এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর ১২ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পলাতক আসামি তারেক রঘুনাথপুর (পশ্চিম পাড়া) গ্রামের মৃত শাহজাহান মল্লিকের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জব্দকৃত মাদকের বিষয়ে নিশ্চিত করে বলেন, পোর্ট থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে বেনাপোল পোর্ট থানার একটি মামলা করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-২৮/০৯/২০২৪।