জন্মভূমি রিপোর্ট : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে র্যাবের অভিযানে ২টি পিস্তলসহ রুবেল হোসেন ও ইয়াসিন আলম নামে ২ জনকে আটক করেছে।
রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আটক করা হয়।
আটক রুবেল হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে (৩৩) ও একই গ্রামের খোকন ধাবকের ছেলে ইয়াসিন আলম (৩০)।
এ ব্যাপারে যশোর র্যাব ক্যাম্পের দায়িত্বরত সদস্য মাসুদ জানান, আজ সকালে গোপন একটি সংবাদের মাধ্যমে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বলফিল্ড নামক স্থানে অভিযান চালিয়ে রুবেল হোসেন এবং ইয়াসিন আলমকে দুটি পিস্তলসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।