যশোর অফিস : প্রতিবছরের ন্যায় এবারও আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে যাচ্ছে ইলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। দেশের ৪৯ টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। ১২ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মুল্য ইলিশ রপ্তানি হচ্ছে।
কাস্টমস সুত্রে জানা গেছে, ইলিশের রফতানি কারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করনে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল বাংলাদেশ লজিষ্টিক। কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পরে বিশেষ বিবেচনায় সরকার ভারতে ২ হাজার ৪২০ মেট্রিক টন রপ্তানির অনুমতি দেয়। এতে বৃহস্পতিবার থেকে ইলিশ রপ্তানি শুরু হয়।
বেনাপোল স্থল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার,মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ৪৯ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার অনুমতি প্রদান করেন। সেই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বেনাপোল স্থল বন্দর থেকে চারটি প্রতিষ্ঠান ১২ মেট্রিক টন ইলিশ মাছ ভারতের রপ্তানি করার জন্য আমরা অনুমতি প্রদান করেছি। গত বছর রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার ৯০০ মেট্রিন টনের।