তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৯ বছর বয়সী ফুটফুটে শিশু সেজুতি দাশ প্রভা বাঁচার জন্য বিছানায় ছটফট করছে। মাত্র ৪ বছর বয়সে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল প্রভা। সেই থেকে লোক সহযোগিতা নিয়ে চিকিৎসাধীন রয়েছে সে। প্রভা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বারাত গ্রামের হতদরিদ্র সদয় দাশ ও জোছনা দাশের কন্যা। বর্তমানে তাকে বাঁচাতে হলে ৩০/৪০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে উক্ত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। তাই একমাত্র সন্তানকে বাঁচাতে তার বাবা-মা সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
সেজুতির বাবা সদয় দাশ বলেন, ২০১৯ সালে একিউট লিম্ফোব্লাসটি লিকোমিয়া ব্লাড ক্যানসারে আক্রান্ত হয় প্রভা। এরপর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্কুল, কলেজ, বাজারসহ সকল শ্রেণির মানুষের সার্বিক সহায়তায় তাকে ভারতের ভেলোর সিএমসি হসপিটাল থেকে চিকিৎসা গ্রহণের মাধ্যেমে সুস্থ করে তোলা হয়। সম্প্রতি আবার সে অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের চিকিৎসক মোহাম্মদ মনিরুল ইসলাম কে দেখানো হয়।
এ সময় তিনি পরিক্ষা-নিরীক্ষা করে বলেন, সেঁজুতি পুনরায় একিউট লিম্ফোব্লাসটিক লিকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখন তাকে বাঁচাতে হলে বোনমেরু ট্রান্সপ্লান্ট করা একান্ত জরুরী। বর্তমান প্রভাকে চিকিৎসা করাতে ৩০ থেকে ৪০ লক্ষ টাকার প্রয়োজন। যা যোগাড় করার সাধ্য তার দরিদ্র পিতা-মাতার নেই। তাই প্রভার হতভাগ্য পিতা সদয় দাশ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট আবারও সহযোগিতার হাত পেতেছেন। প্রভার জন্য সহযোগিতা পাঠাতে সোনালী ব্যাংক লি. তালা শাখা, সাতক্ষীরার হিসাব নং-২৮২০৯০১০২৩৪৪৮ অথবা ০১৭৩৬-১২৭১৬৪০/১৭৮২১৩৯১৮২ (বিকাশসহ) মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু প্রভা বাঁচাতে চায়!

Leave a comment