
বিজ্ঞপ্তি : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র চেয়ারম্যানের সাথে অনুমদিত ভবনের নকশা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি ৭২ জন ভবন মালিকের মাঝে অনুমদিত নকশা বিতরণ করেন। সোমবার বেলা ১১টায় কেডিএ’র মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেডিএ’র চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (পরিকল্পনা ও নিয়ন্ত্রণ) শবনম সাবা, সদস্য (এষ্টেট) বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সদস্য (উন্নয়ন) জামাল উদ্দীন বাচ্চুসহ কেডিএ’র কর্মকর্তা-কর্মচারি ও নগরীর বিভিন্ন প্রান্তের ৭২জন ভবন মালিক। মতবিনিময় সভা শেষে চেয়ারম্যান ভবন মালিকদের মাঝে অনুমোদিত নকশা বিতরণ করেন। মতবিনিময় সভায় কেডিএ’র চেয়ারম্যান বলেন, দেশের বিদ্যামান আইন অনুযায়ী প্রতিটি ভবন করতে হলে কেডিএ’র নকশা নেয়া বাধ্য-বাধকতা রয়েছে। নকশার বাইরে গিয়ে ভবন করার কোন এখতিয়ার ভবন মালিকের নেই। নিয়ম না মেনে ভবন করলে ধর্মীয় দিক থেকেও এটি অন্যায়। অন্যায় করলে স্রস্টা তার বিচার করবে। ধর্মীয় দিক থেকেও কোন ভবন মালিক নকশা ছাড়া ভবন করতে পারেন না। এ জন্য নিয়ম মেনে ভবন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।