ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে পুনেতে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ওই ম্যাচে ভারতকে হারাতে পাড়লে টাইগারদের সঙ্গে ডেটে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী সেহার শিনওয়ারি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ঘোষণা দেন পাক অভিনেত্রী। তিনি বলেছেন, ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন।
টুইটবার্তায় ঘোষণা দিয়েছেন, ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।