জন্মভূমি ডেস্ক : খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভারী বর্ষণে পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন মানুষ।
শনিবার (১৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে সড়কের ওপর পড়ে। তা পরিষ্কার করে নেওয়ার পর আবার বড় অংশ ধসে পড়ে। এতে সারাদেশের সঙ্গে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সাপমারা এলাকায় পাহাড় ধসে পড়েছে। সেখানে সড়কজুড়ে মাটির স্তূপ রয়েছে। এখন মাটি সরানোর কাজ চলছে। সব মিলিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড় ধসে সড়ক বন্ধ হয়ে যায়। এখন ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের উদ্যোগে মাটি সরানোর কাজ চলছে।