বিজ্ঞপ্তি : দৈনিক জন্মভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন খানের স্ত্রী শায়লা শারমিনের ভুল চিকিৎসায় মৃত্যুর দায়ে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদনের প্রেক্ষিতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসি আক্তারকে প্রধান করে গঠন করা কমিটির অন্য দুই সদস্য হলেন, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ আক্তারুজ্জামান এবং সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ অপর্না বিশ্বাস। বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মঞ্জুরুল মুর্শিদ এ তথ্য জানান। তিনি বলেন, কমিটির সদস্যদের যত দ্রুত সম্ভব তদন্ত করে রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
গত ১৫ মে খুলনার নাগরিক নেতৃবৃন্দ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবর এ আবেদনটি পেশ করেছিলেন। লিখিত ওই আবেদন থেকে জানা গেছে, পেটে ব্যাথা জনিত কারণে শায়লা শারমিন (৩০) কে গত ১৩ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ সানজিদা হুদা সুইটির প্রাইভেট প্রাকটিসের স্থান গরীব নেওয়াজ ক্লিনিকে নেয়া হয়। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার রিপোর্ট দেখে রোগীকে ওভারিয়ান সিস্টে আক্রান্ত বলে শনাক্ত করেন। ১৪ মার্চ রোগীর পেটে ভীষন ব্যাথা শুরু হলে তাকে গরীব নেওয়াজ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ডা: সুইটি তাকে অপারেশনের আগের প্রয়োজনীয় পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থাপত্র দেন এবং ১৫ মার্চ দুপুর দেড়টায় অপারেশনের সময় নির্ধারণ করেন। দুপুর একটার পর ওয়ার্ড বয় এবং একজন আয়া শায়লাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের প্রধান ডাঃ দিলিপ কুমার কুন্ডু তাকে জেনারেল এনেসথেসিয়া দেন। দুপুর দু’টা ১২-১৩ মিনিটের দিকে ডাঃ সুইটি ওটিতে প্রবেশ করেন এবং বেরিয়ে বলেন, রোগীর কার্ডিয়াক এরেস্ট হয়েছে। পরে সেটা রিকভারি হয় বলে তিনি মন্তব্য করেন এবং তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অপারেশন শেষে আইসিইউতে রেখে চলে যান। সেখানে আট দিন এবং পরবর্তীতে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শায়লা পৃথিবী থেকে বিদায় নেন।
ভুল চিকিৎসায় সাংবাদিক মামুনের স্ত্রীর মৃত্যুর অভিযোগ তদন্তে র কমিটি গঠন

Leave a comment