ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে মঙ্গলবার দুপুর ১২টার সময় তারুণ্যের উৎসব’২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। তারুণ্যের উৎসব’২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭২ জন ক্রীড়াবিদ ও ৮টি ক্রিকেট টিম অংশগ্রহন করেন।