শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বলেশ^র নদতীরবর্তী উপকূলীয় উপজেলা পিরোজপুরের মঠবাড়িয়ায় আমন ধানসহ প্রায় কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, ঘূর্ণিঝড় মিধিলিতে বয়ে যাওয়া বাতাসে উপজেলার ১১ ইউনিয়নের ২’শ ৭০ হেক্টর আমন ধান মাটির সাথে মিশে ও বৃষ্টির পানিতে ডুবে গেছে। এছাড়া ২’শ ৫০ হেক্টর জমির শীতকালীন সবজি ও ৬’শ ৮০ হেক্টর জমির খেসারী ডাল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলেশ^র নদ তীরবর্তী উপজেলার ৫টি ইউনিয়ন বড়মাছুয়া, তুষখালী, বেতমোর, আমড়াগাছিয়া ও সাপলেজাতে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে উপজেলার ১১ ইউনিয়নে ২’শ ৭০ হেক্টর আমন ধান, ২’শ ৫০ হেক্টর জমির শীতকালীন সবজি ও ৬’শ ৮০ হেক্টর জমির খেসারী ডালের ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান ৮২ লাখ ৩৩ হাজার ৪৮ টাকা নির্ণয় করা হয়েছে। তবে ক্ষতির পরিমান আরো বেশী হতে পারে। তিনি আরো জানান, কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কাজ করছে। বর্তমানে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করছেন। পরবর্তীতে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনা দেয়া হবে।
উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের কৃষক জলিল হাওলাদার জানান, উফসী জাতের আমন ধানে দুধ আসতে শুরু করেছিল। ঘূর্ণিঝড়ের বাতাস ও বৃষ্টিতে মাটিতে শুয়ে যাওয়ার কারণে এগুলো চিটা হয়েছে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ঘূর্ণিঝড়ের ৪-৫ আগে কৃষকরা মাঠে খেসারী ডাল ফেলেছিল। কিন্তু বৃষ্টির পানিতে তা নষ্ট হয়ে যাবে। যার কারণে কৃষকদের নতুন করে আবার মাঠে খেসারী ডাল ফেলতে হবে।
মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে প্রায় কোটি টাকার ফসলের ক্ষতি

Leave a comment