মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার রাতভর ডাকাত আতঙ্কে ছিল এলাকার মানুষ। রাত এগারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঠবাড়িয়া ও পাশ^বর্তী ভান্ডারিয়া থানায় ডাকাত ঢুকছে বলে খবর প্রচারিত হয়। এতে করে এলাকার সাধারণ মানুষসহ প্রবাসীদের বাড়িতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাত প্রতিরোধে থানা পুলিশ রাতভর উপজেলার পৌর শহর সহ ১১ ইউনিয়নের বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে তল্লাশি অভিযান চালান। তবে রাত শেষে কোথায়ও কোনো ডাকাতির খবর পাওয়া যায়নি। বিশেষ করে বলেশ^র নদ তীরবর্তী উপকূলী উপজেলা পিরোজপুরের মঠবাড়িয়া। এখানের নদ তীরবর্তী ভোলমারার চর, খেজুর বাড়িয়া, খেতাছিড়া, কচুবাড়িয়া, সাংগ্রাইল, জানখালীতে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। মাস দু’য়েক আগে মঠবাড়িয়ার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু ডাকাতি ও চুরি ঘটনা সংঘটিত হয়। যার মধ্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহমেদ এর বাড়ির ডাকাতির ঘটনাটি ছিল উল্লেখ যোগ্য। সোমবার রাতে মঠবাড়িয়াতে আবার নতুন করে ডাকাত দল ঢুকছে এমন খবরে সর্বস্তরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদ তীরবর্তী প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু এলাকার গ্রামবাসীরা রাত জেগে পাহাড়া দেন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, মঠবাড়িয়া ও ভান্ডারিয়ায় ডাকাত দল ঢুকতেছে বলে আমরাও খবর পাই। ডাকাতি প্রতিরোধে থানা পুলিশ ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসায় এবং সহেন্দভাজনদের তল্লাশি চালায়। তবে ডাকাতির কোন ঘাটনা ঘটেনি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এলাকায় ডাকাত ঢুকছে বলে আমরাও খবর পেয়ে পুলিশী টহল ব্যবস্থা জোরদার করি।