শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় অসিম কুমার বিশ্বাস নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনার সুষ্ঠু তদন্ত শেষে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গোলাম সরোয়ার ও রেজাউল করিম সহ কয়েকজন এলাকাবাসী। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ১৩৮ নং কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার বিশ^াস ২০২৩-২০২৪ অর্থ বছরের স্লিপের ৭০ হাজার, ক্ষুদ্র মেরামতের দুই লাখ ও প্রাক-প্রাথমিকের বরাদ্দকৃত ১০ হাজার টাকার কোন কাজ না করে উক্ত টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেছেন। এমনকি ওই টাকার ভাউচার হিসেবে বিদ্যালয়ে পূর্বের ক্রয়কৃত মালামাল দেখানো হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলাকালীন খুলে রাখা পুরাতন টিনের ঘরের মালামাল বিদ্যালয়ের সাবেক সভাপতি রিয়াজ মাতুব্বরকে বিনা মূল্যে বিধি বহির্ভুতভাবে দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এব্যাপারে প্রধান শিক্ষক অসিম কুমার বিশ^াস টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবী করে জানান স্লিপ ও ক্ষুদ্র মেরামতের টাকা দিয়ে বিদ্যালয়ে আলমিরা, স্ট্যান্ড ফ্যান, প্রিন্টার ক্রয় ও দুইটি লেপটপ মেরামত সহ বিদ্যালয়ের সম্মুখে বালু ভরাট করা হয়েছে। তাছাড়া ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রাক-প্রাথমিকের বরাদ্দকৃত ১০ হাজার টাকা এখনও হাতে পাইনি।
তবে অভিযোগকারী গোলাম সরোয়ার জানান, প্রধান শিক্ষক সর্বোচ্চ ৬০ হাজার টাকার কাজ করেছেন। বাকী টাকা তিনি আত্মসাৎ করেছেন। এছাড়া বিদ্যালয়ের সম্মুখে কোন বালু ভরাটের কাজ করেননি।
ক্লাস্টারের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেমায়েত গাজী জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন সৎ মানুষ। স্লিপ ও ক্ষুদ্র মেরামতের টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজ করা হয়েছে যার বিল ভাউচার প্রধান শিক্ষকের কাছে আছে।
মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
Leave a comment