
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার মাসিক আইন শৃঙ্খলা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বায়েজিদ আহমেদ খান। এ ছাড়াও অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা শরীফ মোঃ আলমগীর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, থানার ইন্সপেক্টর (অপারেশন) বিশ্বজিৎ বর্মন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মোতালেব হাওলাদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলাম, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, ফজলুল হক খান রাহাত, রিয়াজুল আলম ঝনো, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, আবু হানিফ খান, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমূখ। বক্তারা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও শিক্ষার্থীদের অবাধে মোবাইল ব্যবহাররোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বায়েজিদ আহমেদ খান সাংবাদিকদের অনিয়ম, দুর্নীতি ও অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের আহবান জানান। এতে সাংবাদিকরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে সাংবাদিকদের পাশে থেকে আইনী সহায়তা দেয়ার আশ্বাস দেন।