শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ১৩ কৃষকের খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। এতে কৃষকদের প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা দাবী করেছেন। ঘটনটি ঘটেছে উপজেলার কচুবাড়িয়া গ্রামে। দুর্বৃত্তদের দেয়া আগুনে কচুবাড়িয়া গ্রামের দেলোয়ার খলিফার দুইটি, মতিউর রহমানের দুইটি, আঃ ছত্তার হাওলাদারের একটি, আঃ মালেক হাওলাদারের একটি, সোহরাব খানের একটি, কাঞ্চন মাঝির দুইটি, ফিরোজ আকনের দুইটি, রুস্তম আকনের একটি ও মিরাজ চৌকিদারের একটি খড়ের গাদা পুড়ে যায়। এছাড়া দুর্বৃত্তদের আগুনে মন্টু চৌকিদার নামে সৌদি প্রবাসীর পাকের ঘরের আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষতিগ্রস্থ কৃষকরা কেউই আগুনের সূত্রপাতের ঘটনা বলতে পারেননি। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী রেজা জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাছাড়া অগ্নিকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।