মোস্তাফিজুর রহমান, মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে সড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা-মণিরামপুর সড়কের পট্টি জামে মসজিদের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- উপজেলার মামুদকাটি গ্রামের মমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪৬) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে সবুজ হোসেন (২৬)। নিহত নূর মোহাম্মদ পেশায় রাজমিস্ত্রি। সবুজ ঢাকায় একটি বেসরকারি কো¤পানিতে চাকরি করতেন। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাক ফেলে পালিয়েছেন। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দিয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় সময় তারা দুজন মোটরসাইকেল চালিয়ে টেংরামারী বাজার হতে ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। তারা পট্টি মসজিদ পার হতেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নুর মোহাম্মাদের মৃত্যু হয়। সবুজকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নিহত নূর মোহাম্মদের ভাই মশিয়ার রহমান বলেন, সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ টেংরামারী বাজার থেকে মোটরসাইকেলে বের হন। কিছুক্ষণ পরে শুনি ট্রাক চাপায় দুজনই মারা গেছেন। মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান ও রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন সড়ক দুর্ঘটনার তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, দুজন মারা গেছে। ঘটনাস্থলে খেদাপাড়া ক্যা¤েপর পুলিশ উপস্থিত আছেন।