মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক সাংবাদিক শফিয়ার রহমানের ভাই বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন যাবত প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পৌরশহরের দূর্গাপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকেলে তিনি ইন্তিকাল করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, মা, ছয় ভাই ও দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে নয়টার দিকে দূর্গাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিএনপি নেতা প্রয়াত আহম্মদ মোল্যার মেঝ ছেলে নজরুলের মৃত্যুর খবর পেয়ে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আদম আলী, মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মজনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে নজরুলের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।