
বিজ্ঞপ্তি : আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে সোমবার বিকাল সাড়ে ৪টায় রূপসা ঘাটচত্রে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
উপস্থিত ছিলেন আঃ রহিম খান, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ শাহ আলম শেখ, মোঃ খেলাফত হাওলাদার, শেখ মোঃ মঈনুল ইসলাম মোহন, শেখ মোঃ রমজান, মোঃ বোরহান উদ্দিন খান, মোঃ আজিম উদ্দিনু প্রমুখ । সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভা জনসমুদ্রে পরিনত করতে সকলকে বর্ণাঢ্যভাবে মিছিল সহকারে উপস্থিত হওয়ার আহবান জানান। সভাশেষে এক আনন্দ মিছিল রূপসা মোড় থেকে শুরু হয়ে মোড়ের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন।