জন্মভূমি রিপোর্ট
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মহানবী (স:) ছিলেন বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে অন্ধকারের বুকে তিনি জ্বালিয়ে ছিলেন সত্য ও ন্যায়ের অ¤øান দীপ শিখা। আজ বিশ্বজনীন শান্তির জন্য মহানবীর আদর্শের সেই দীপশিখা সমাজে আবার জ্বালাতে হবে। তিনি বলেন মহানবী (স:) এর আদর্শ এবং মহান আল্লাহ তা’লার পবিত্র কোরআন আমাদের জন্য একমাত্র আলোর দিশারী। রোববার সকালে কেসিসি পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজক।
অধ্যক্ষ আবু দারদা মো: আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মহানবী (স:) এর জীবনাদর্শের ওপর আলোকপাত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো: আব্দুল কুদ্দুস। সভা পরিচালনা করেন স্কুলের শিক্ষক কাজী মো: আব্দুল কাদের। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ইমরুল কায়েসসহ শিক্ষক, শিক্ষিকা, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার এবং স্কুল থেকে চলতি শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন।
মহানবী (স:) ছিলেন বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত : সিটি মেয়র
Leave a comment