খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে সদ্য যোগদান করা এ.কে এম মনিরুল ইসলামকে সংবর্ধনা প্রদান। বুধবার দুপুর ২টায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রিয়াজ শরীফ সরকারকে বিদায় জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রলণালয়ের গত ১ জানুয়ারি এক প্রজ্ঞাপণে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রিয়াজ শরীফ সরকারকে দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংযুক্তিতে পাঠানো হয়েছে। দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ.কে.এম মনিরুল ইসলামেকে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপণের পর গত ৩ জানুয়ারি এ কে এম মনিরুল ইসলাম নতুন কর্মস্থলে যোগদান করেন। বুধবার দুপুর ২টায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদ্যযোগদানকৃত অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সদ্য যোগদানকৃত এ কে এম মনিরুল ইসলাম খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরবর্তিতে অধ্যক্ষ চলতি দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পালন করে।