মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরের জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাকটরের মুখোমুখি সংংঘর্ষে আবুল হাসেম (৩৫) নামের একজন নিহত হয়েছে। এ সময় ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাকটরটি রাস্তার পাসের খাদে পড়ে যায়। এ সময় আহত হয়েছে ৫ জন পরিবহন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুরের জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে।
এলাকাবাসী জানান, সন্ধ্যা ৭টার দিকে নেপা বাজার থেকে ঢাকাগামী সোনালী পরিবহনের বাসটি ছেড়ে যায়। পথে মধ্যে জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে পৌঁছালে জিন্নাহনগর থেকে আসা ট্রাকটরের সাথে সংঘর্ষ হয়। এতে মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের কাঠালবাগান পাড়ার সামছুল ইসলামের ছেলে আবুল হাসেম নিহত হয়।
কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী মিয়া ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাকটরের মুখোমুখি সংংঘর্ষে আবুল হাসেম নামের একজন নিহত ঘটনাটি নিশ্চত করেছেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে।