মহেশপুর সংবাদদাতা
বুধবার রাতে মহেশপুর বাঘাডাঙ্গা,শ্রীনাথপুর ও সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টাকালে দালালসহ ২৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে বাঘাডাঙ্গা, শ্রীনাথপুর ও সামন্তা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাঞ্চনপুর, লড়াইঘাট ও ভৈরবা মাঠের মাঠের ভিতর থেকে ১০জন নারী, ৫জন পুরুষ ও ৫জন শিশু এবং পারাপারে সহায়তাকারী দালাল অনন্তপুর গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী রিপনা খাতুন(৪২), কুশুমপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আলম(৪০) ও পুড়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে দেলোয়ার হোসেন। (২০)কে আটক করে। আটককৃতরা জানায় তাদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর ও ঢাকা জেলায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান এ ব্যাপারে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।