জন্মভূমি রিপোর্ট : নগরীর হরিনটানা থানায় দায়ের হওয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ১০ বছর করে সাজাপ্রাপ্ত দুই জন বাগেরহাট পৌরসভা এলাকা হতে গ্রেফতার হয়েছে। র্যাব-৬ এর একটি টিম সোমবার রাতে তাদের গ্রেফতার করে।
দণ্ডিত দুই জন হলেন, মহানগরী খুলনার লবনচরা থানা এলাকার মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এবং শাফিয়া বেগম। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। আদালতের দেয়া দণ্ডাদেশ মাথায় নিয়ে তারা বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট পৌরসভার সোনাতলা এলাকায় তাদের অবস্থান শনাক্ত এবং গ্রেফতার করেন।
র্যাব জানায়, গত ২০১৭ সালের ১ মে ওই দুই জন হরিনটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা হতে ৩শ’২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত তাদেরকে ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। গেফতারের পর তাদেরকে খুলনার সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।