জন্মভূমি ডেস্ক : মাদারীপুরে শিবচরে বাবার লাঠির আঘাতে আইরিন আক্তার মুক্তি (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যাদুয়ারচরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত ফরহাদ গোমস্তা।
জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অনেক দিন ধরেই স্ত্রীর নাজমা বেগমের সঙ্গে ফরহাদ গোমস্তার কলহ চলছিলো। সকালে কলেজছাত্রী মুক্তির ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে মেয়ের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে কাঠ দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহতের মা নাজমা বেগম বলেন,আমি রান্না করছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌঁড়ে গিয়ে দেখি আমার মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে আনতে আনতেই মেয়েটি মারা গেলো।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন,সকালে মেয়েটিকে তার মা হাসপাতালে নিয়ে আসে। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন জানান,’পারিবারিক কলহে জের থেকেই সকালে এ ঘটনা ঘটে। মেয়েকে কাঠ দিয়ে পেটায়। এবং মাথায় আঘাত লাগলে মেয়েটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা পলাতক।
মাদারীপুরে বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু
![](https://dainikjanmobhumi.com/wp-content/uploads/2024/09/30-09-2024-44-330x220.jpg)
Leave a comment