মাদারীপুর অফিস : মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ নুরুল্লাহ সরদার নামের এক মাদ্রসার শিক্ষক নিহত হয়েছে । বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নতুন বাসস্টান্ডের পাশে ৯নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল্লাহ সরদার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার তারতীলুল কুরআন হিফজ মাদ্রসার শিক্ষক ছিলেন। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদ্রাসার ক্লাশ শেষে সদর উপজেলার কালিরবাজার এলাকার ভাড়া বাসার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে রওনা দিলে নতুন বাস স্ট্যান্ডে উল্টো দিকে থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা দিলে রাস্তা পাশে থাকা আইলেনর সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ মামুন বলেন, মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট না থাকার কারণ মাথায় আঘাত পাওয়ার কারণ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এলে লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে।