রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে সাপের ছোবলে ফরহাদ শিকদার (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে কোন জাতের সাপ তাঁকে কামড় দিয়েছে তা বলতে পারেনি পরিবারের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ মাদারীপুরের কালকিনি উপজেলার জাইহীর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার জাইহীর গ্রামের বাসিন্দা কৃষক ফরহাদ শিকদার বিকেলে ঘরের একটি ফার্নিচার মেরামত করার সময় নিজ ঘরের ভেতরেই একটি কালো রঙের সাপ তাকে ছোবল দেয়। পরে খবর পেয়ে প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার আশায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে ফরহাদ শিকদারকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সোহেল রানা বলেন, আমার ভাই কৃষি কাজ করত। গতকাল বিকেলে ঘরের একটি ফার্নিচার মেরামত করার সময় নিজ ঘরের ভেতরেই একটি কালো রঙের সাপ তাকে ছোবল দেয়। সাপটিকে আমরা চিনতে পারিনি। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানিয়েছেন, ঢাকা মেডিকেলে কালকিনির এক ব্যক্তি সাপের কামড়ে মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ এখনো অবহিত করেনি।