জন্মভূমি ডেস্ক : যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার লক্ষ্য নয়, বরং তাদের ক্ষমতা আরও সুসংহত করার প্রস্তাবই দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, বরং নির্বাচনকে দুর্নীতিমুক্ত করা।
ফেরারি আসামি, বিচারিক আদালতে দোষী প্রমাণিত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয়ার প্রস্তাব নিয়ে প্রশ্নের উত্তরে বদিউল আলম বলেন, যারা হত্যাকাণ্ড, গুম, মানবাধিকার লঙ্ঘন বা অর্থপাচারের সঙ্গে যুক্ত, তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, এই সুপারিশ জনগণের মতামতের ভিত্তিতে করা হয়েছে, এবং জনগণ চান না, যারা এসব অপরাধ করেছে, তারা আবার দেশ শাসন করুক।
বদিউল আলম মজুমদার বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা কারচুপিতে সহায়তা করেছে তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক। অতীতের কারচুপির নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে।
এদিকে, নির্বাচনী ব্যবস্থা সংস্কারে নতুন প্রস্তাবগুলোর বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আরও জবাবদিহি আনার জন্য প্রস্তাব করা হয়েছে, তবে এর মাধ্যমে কমিশনের ক্ষমতা খর্ব হবে না।
অপর এক অনুষ্ঠানে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানিয়েছেন, ২০১৮ সালের আন্দোলনে আহতদের জন্য বায়োমেট্রিক প্রক্রিয়ায় ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, এই প্রক্রিয়া সম্পন্ন হলে, চিকিৎসাধীন আহতদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।
এছাড়া, আহতদের এবং তাদের পরিবারকে নতুন ভোটার নিবন্ধন ছাড়াও স্মার্ট কার্ড এবং সংশোধিত তথ্য প্রদান করা হবে।
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম

Leave a comment