জন্মভূমি ডেস্ক : রাজধানীর বাড্ডা আনন্দ নগর এলাকার একটি বাসায় মায়ের সঙ্গে অভিমানে হোসনে আরা মিম (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালু বকুল হোসেন জানান, মিম চলতি বছর এসএসসি পাস করেছে। মিমের মা বাড্ডা রাজধানী আইডিয়াল কলেজে ভর্তি করতে চায় কিন্তু মিম সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হতে চেয়েছিল। এই নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি একপর্যায়ে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।
তিনি আরও জানান, মিম বি-বাড়িয়া জেলার হোমনা থানা আব্দুল জলিল হোসেনের মেয়ে। মেরুল বাড্ডার দক্ষিণ আনন্দ নগর এলাকায় থাকতো। দুই ভাই দুই বোনের মধ্যে মিম ছিল বড়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা (সোমা) জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।