বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মা-বাবা সন্তানের কাছে বোঝা হতে পারে না। মা-বাবার নিকট সন্তান যেমন আপনজন একইভাবে সন্তানের কাছেও মা-বাবা বড় আপনজন। সে কারণে সকল ধর্মেই মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে। এরপরও বৃদ্ধ বয়সে কিছু মানুষ অবহেলার শিকার হন। সমাজের বিত্তবানর মানুষেরা এগিয়ে আসলে অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধারা শেষ বয়সে কিছুটা হলেও শান্তি পাবেন বলে তিনি মন্তব্য করেন। সিটি মেয়র রবিবার দুপুরে রূপসা ব্রীজ বাইপাস সড়কের মোস্তফার মোড়-কৈয়া বাজার লিংক রোডে এনসিয়েন্ট মনুমেন্ট হোমস (বৃদ্ধাশ্রম) এবং জামিয়া সিরাতুল মুস্তাকিমের অনুষদ রিসার্চ ইনস্টিটিউট অফ হোলি কুরআনের নির্মাণ কাজের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মালেকা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট এ প্রতিষ্ঠান দু’টি নির্মাণ করছে।
প্রতিষ্ঠাতা ড. মোঃ নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র মল্লিক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ওয়াহিদুজ্জামান খোকা, মুশফিকুর রহমান সাগর, হামীম ইসলাম আবির, রুহুল আমিন, শাহাদাত হোসেন, মুন্সি আব্দুর রাজ্জাক, মনির হোসেন, মোহাম্মদ আল ইমরান ও মোঃ জিয়াউর রহমান জিয়া। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র প্রতিষ্ঠান দু’টির নির্মাণ কাজের ফলক উম্মোচন শেষে মোনাজাত করেন।