জন্মভূমি রিপোর্ট : নগরীর খানজাহান আলী থানাধিন মিরেরডাঙ্গায় মা ও পুত্রকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। এদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, একই এলাকার আলমের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেলে ৪০-৫০জন দুর্বৃত্ত রোববার বিকেলে তারেক মাহমুদের জমি ঘেরা দিয়ে দখল করার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী লাকি খানম (৫০) বাঁধা দিলে তাকে মারপিট করে। তার চিৎকারে পুত্র সাকিব হাসান (২৭) মাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, লোহার রড ও লাঠি দিয়ে পিঠিয়ে জখম করে। আহত মা ও পুত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহতের পরিবার জানায়, দুর্বৃত্তরা লাকি খানমের গলায় থাকা ১ভারি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।