ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার মীরেরডাঙ্গা শিল্প সম্পর্ক শিক্ষায়তনে সপ্তাহব্যাপি শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন গতকাল সকাল ৯ টায় মীরেরডাঙ্গা শিল্প সম্পর্ক (আই.আর.আই) শিক্ষায়তনে অনুষ্ঠিত হয়। এময়ে উপস্থিত ছিলেন শিল্প সম্পর্ক শিক্ষায়তন এর সহকারী পরিচালক এস এম ফারুক আহম্মেদ। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের থেকে ৩৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে। উদ্বোধনী বক্তব্যে সহকারী পরিচালক এস এম ফারুক আহম্মেদ, কর্মঘন্টা ও ছুটি এবং দুর্ঘটনা জনিত কারনে জখমের জন্য শ্রমিকের ক্ষতিপুরন বিষয়ে আলোচনা করেন। আগামি ১৬ নভেম্বর ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ এর সমপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান।