জন্মভূমি ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব পদমর্যাদার) হওয়ার পর এবার মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সাংবাদিক এম মুশফিকুল ফজল আনসারী।
রোববার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছিল, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটেতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার মুশফিকুল ফজল আনসারীকে তিন বছরের জন্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়।
তিনি জাতিসংঘ সদর দপ্তরের একজন স্থায়ী সদস্য ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের দায়িত্বও পালন করেছেন।
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
Leave a comment