জন্মভূমি ডেস্ক : বরিশালে নাঈম হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি তার পাঁচ বছরের মেয়েকে গলাকেটে হত্যার পর নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (১২ জুন) সকালে নগরীর কাউনিয়া মেইন রোডে পানির ট্যাংকের পূর্ব পাশে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থল পরিদর্শনকারী কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।
মৃতরা হলেন—উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে নাঈম ও তার মেয়ে রাবেয়া বশরী রোজা।
নাঈম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার গাড়ির চালক ছিলেন।
মৃতদের পরিবারের সদস্যদের বরাতে এসআই আরাফাত বলেন, চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তাদের সন্তান রাবেয়া বাবার সঙ্গে থাকতো। মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে নাঈমকে জানায়, বুধবার সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই নাঈম বটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।
তিনি আরও বলেন, নাঈমের সামনের ঘরে বোন থাকলেও ঘটনাটি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।