মোংলা প্রতিনিধি
মোংলায় পুষ্টি বিষয়ক বার্ষিক যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে পৌর সভার মেয়র শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মলয় মল্লিকসহ পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্ঠি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) আয়োজিত এ সভায় জানানো হয়-মোংলা পৌর এলাকাসহ উপজেলার ৬টি ইউনিয়নে কাজ করছে সংস্থাটি। করোনাকালীন পরিস্থিতির শুরুতে ১হাজার ৪ পরিবারের প্রত্যেককে নগদ ৪৫০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া বর্তমানে গর্ভবর্তী মা-শিশুর স্বাস্থ্য ও পুষ্টি সহায়তার কার্যক্রম চলছে। অপর দিকে পুষ্টি ও স্বাস্থ্য বিষয় পৌর সভা ও ইউনিয়ন পর্যায় গত ৭ মার্চ থেকে পরিকল্পনা সভার কাজ শুরু হয়েছে।