মোংলা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের উপহার হিসেবে দু:স্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ১নং চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে ১শ’ ৫০ জন দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মো: তারিকুল ইসলামের তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: জাফর রানা, শেখ কামরুজ্জামান জসিম, ইস্রাফীল হাওলাদার, মোহাম্মদ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মো: শফিকুল ইসলাম, মো: হারুন মল্লিক, মো: আনোয়ার হোসেন, মো: কামরুল ইসলাম, দুর্জয় হালদার প্রমুখ।