মোংলা প্রতিনিধি
মোংলায় চাকুরীর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিত তরুণী হেলপ লাইনে জেলা পুলিশ সুপারের সাহায্য চাওয়ার পর আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধর্ষক জুয়েল শেখ (২০) কে আটক করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আন্ধারিয়া গ্রামের বাসিন্ধা তরিকুল শেখের পুত্র জুয়েল শেখ। এর পর ওই তরুণীকে ভালো চাকুরীর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে আসতে বলেন। গত ৩ মার্চ বিকালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়িতে যান তরুণী। এরপর রাতে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল শেখ। এর পর ৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন তরুণী।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় রিতা বেগম (ছদ্মনাম) মুঠো ফোনে সহায়তা চান বাগেরহাট জেলা পুলিশ সুপার একে এম শহিদুল হকের। তাৎক্ষণিক হাসপাতালে ভিকটিমকে খাবার, কাপড় ছোপড়সহ সকল সহায়তা করে পুলিশ। ওই তরুণীর দেয়া তথ্য মতে এবং পুলিশ সুপারের নির্দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ৩ ঘন্টার মধ্যে ধর্ষক জুয়েল শেখ আটক করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ। শুক্রবার বিকালে তাকে আটকের পর রাতেই থানায় ধর্ষণ মামলা দায়ের হয়। শনিবার দুপুরে ধর্ষক জুয়েলকে আদালতে সোপর্দ করা হয়।
মোংলায় চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ : যুবক আটক
Leave a comment