সুন্দরবনের পর্যটন স্পট সমূহ দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার দাবিতে মোংলায় মানববন্ধন পালন করেছেন ট্যুর বোট, ট্রলার ও লঞ্চ মালিক-শ্রমিক কর্মচারীরা। সুন্দরবন পর্যটন ব্যবসায়ী’র ব্যানারে সোমবার বেলা ১১ টায় মামার ঘাট সংলগ্ন নদীর পাড়ে এ মানববন্ধন পালন করা হয়। সুন্দরবন বাঁচান, পর্যটন শিল্প বাঁচান শ্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ মানব বন্ধনে বক্তারা বলেন-টানা ৫ মাস ধরে সুন্দরবনের দর্শনীয় স্থান সমূহে দেশী-বিদেশী পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। এতে পর্যটক পরিবহনের সঙ্গে জড়িত ট্যুর বোট, ট্রলার ও লঞ্চ মালিক সহ প্রায় ৫ হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। করোনাকালীন সময় তাদের অর্থনৈতিক দূরাবস্থা এখন চরমে পৌছেছে। তাই দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্পট সমূহের ন্যয় সীমিত পরিসরে হলেও সুন্দরবনের পর্যটন খাত খুলে দেয়ার দাবি জানান বক্তরা। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মোংলাস্থ সুন্দরবন ট্যুর বোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর কাউন্সিলর ও ট্যুর ব্যবসায়ী আব্দুল কাদের, মো: এমাদুল, আবু হানিফ, মো: লিটন হাওলাদার ও খায়রুল ইসলাম খোকন প্রমুখ। উল্লেখ, করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত ২৬ মার্চ থেকে সুন্দরবনের পর্যটন স্পট সমুহে দর্শনার্থীদের যাতায়াত বন্ধ রেখেছে বনবিভাগ।