মোংলা ইপিজেডে উৎপাদনমুখী একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের করোনাকালীন দুর্যোগে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দু’দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুর” হয়েছে। ইপিজেডস্থ বিশ্বে শীর্ষস্থানীয় ল্যাগেজ প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এ ক্যাম্পের আয়োজন করে। বেপজা মেডিকেল সেন্টারে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় আয়োজিত এ ক্যাম্পে ১ হাজার ৫শ’ শ্রমিকের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও মাস্ক প্রদান করা হয়। স্বাস্থ্য সেবা বিষায়ক এ অনুষ্ঠানে বেপজা’র মহাব্যবস্থাপক মাহবুব আহম্মেদ সিদ্দিক, ভিআইপি প্রতিষ্ঠানের এইচ আর বিডি মো: মিজানুর রহমান খাঁন, জিএম মো: শাহনেওয়াজ আলম, মনজুর আলম উপস্থিত ছিলেন। মোংলা ইপিজেড এর সর্ববৃহৎ কোম্পানি হিসাবে এই কোম্পানী সব সময় শ্রমিককদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান সহ ঈদে উপহার সামগ্রী, নিজেস্ব চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা, নিয়োমিত রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন, কর্মীদের মধ্যে কোম্পানীতে উৎপাদিত সবজি বিতরণ, সেফটি এসেসমেন্ট ইত্যাদিসহ শ্রমিকবান্ধব বিভিন্ন কাজ নিয়মিত করে থাকে। এ ছাড়াও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, নির্ধারিত সময় বেতন ভাতা, আর্থিক সহযোগিতা প্রদান কর্মকান্ডেও ভিআইপি বাংলাদেশ প্রা: লি: অন্যদের জন্য আদর্শ। আগামীতে এ ধরণের সামাজিক দায়িত্ববোধমূলক কর্মকান্ড অব্যাহত রাখার বিষয়ে দৃঢ প্রতিজ্ঞা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির এমডি আশিষ কুমার সাহা।