মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলামী ছাত্রশিবির ও জামায়াত ইসলামী বাংলাদেশ শহীদ আব্দুল মালেক স্বরণে ইসলামী শিক্ষা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আবুহুরায়রা জামে মসজিদে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যাপক শহিদুল ইসলাম, জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন,মাস্টার রফিকুল ইসলাম,মাওলানা মহিব্বুল্লাহ রফিক, মাস্টারমোস্তফা আল মাহমুদ,মাওলানা হাবিবুল্লাহ,ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মাহাদি মিরাজ, শফিউল আজম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তখনকার ছাত্র নামের সন্ত্রাসীরা। তখনকার ছাত্রদের মাঝে ইসলামী শিক্ষা প্রচার করত। এছাড়া ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন।
মোরেলগঞ্জে ইসলামী শিক্ষা দিবস পালিত
Leave a comment