এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান। বক্তব্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড শাহ-ই আলম বাচ্চু,জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লীনা,নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো.রাসেল হাওলাদার ,মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার,সহকারী কমিশনার ভুমি মো. বদরুদ্দোজা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন,মৎস কর্মকর্তা বিনয় কুমার ও ইউনিয়নের চেয়ারম্যানগন। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাব, মোরেলগঞ্জ প্রেস ক্লাব উপজেলা প্রেসক্লাব, শিক্ষক মন্ডলী, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ ছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।