মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে মোঃ হোসাইন (৩) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত হোসাইন উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওমান প্রবাসি শুকুর আলীর ছোট ছেলে। নিহত শিশুর স্বজনেরা জানান, রবিবার বিকালে মায়ের কাজের ফাকে শিশুটি ঘরের পাশের পুকুরে পড়ে যায়। সন্ধ্যা ৫ টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।