বাগেরহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে দাউরা চন্ডিপুর সংযোগ খালের পুলটি ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই বছর জুড়ে হাজার-হাজার জনসাধারনের চলাচলে জনভোগান্তি এখন চরমে। উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের ব্যয়ে নির্মাণাধীন নতুন পুলটি এক মাসের মাথাই ভেঙ্গে পড়ায় অর্থ বরাদ্দ আসেনি কোন কাজে। স্থানীয়দের দাবি জনগুরুত্বপূর্ণ এ পুলটি পুন:নির্মাণ করে চলাচলে ভোগান্তি লাঘবের দাবি জানান।
খোঁজ নিয়ে জানাগেছে, মোরেলগঞ্জ ও ইন্দুরকানি দুই উপজেলার সিমান্তবর্তী চিংড়াখালী ইউনিয়নের দাউরা চন্ডিপুর সংযোগ খালে পুলটি সংস্কার ও নির্মাণের জন্য ২০১৯ সালে উপজেলা পরিষদের মাধ্যমে “এডিপির বরাদ্দ” প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে এ পুলটি নির্মাণ করা হলেও এক মাস পরে পুলটির মাঝ থেকে ভেঙ্গে যায়। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের সহযোগিতায় কোন মতে কয়েকটি কাঠের চালি দিয়ে চলাচলের উপযোগী করে তুললেও পুনরায় আবারও ভেঙ্গে যায়। জনগুরুত্বপূর্ন এ পুলটি থেকে প্রতিদিন পূর্ব চন্ডিপুর, মধ্য চন্ডিপুর, চিংড়াখালী, তালতলা, পোলেরহাট, জামুয়া, সিংজোড়সহ সিমান্তবর্তী ইন্দুরকানি শহরে চলাচল করে ৪/৫ হাজার মানুষ। এ সংযোগ পুলের দু’ প্রান্তে রয়েছে ৫টি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ১টি, মাধ্যমিক বিদ্যালয় ১টি, চিংড়াখালী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ১০/১৫টি মসজিদ, রয়েছে সাপ্তাহিক ৩/৪টি বাজারসহ গুরুত্বপূর্ন স্থাপনা। কথা হয় স্থানীয় বাসিন্দা গাজী মিজানুর রহমান, মো: মোসলেম উদ্দিন, মো: রুবেল হাওলাদার, স্কুল শিক্ষার্থী তামান্না, নুসরাত জাহান, রিপা আক্তারসহ একাধিকরা বলেন, প্রতিদিন কষ্ট করে এ পুলটি পার হয়ে স্কুলে যেতে হয়। বৃদ্ধদের নৌকায় করে পার করতে হয়। কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে পাশেই ইন্দুরকানি বাজারে চিকিৎসা করাতেও হিমসিম খেতে হয়। এ দুর্ভোগ আমাদের কবে শেষ হবে?। ৩/৪ বছর পূর্বে একবার সরকারিভাবে দায়সারাভাবে পুলটি নির্মাণ করে চলে গেছে ঠিকাদার। এ পুলটি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত বৃদ্ধ-শিশুসহ ৮/১০ জন। এ বিষয়ে চিংড়াখালী ইউপি চেয়ারম্যান মো: আলী আক্কাস বুলু বলেন, উপজেলা পরিষদের বরাদ্দের নির্মাণাধীন পুলটি দায়সারাভাবে করা হয়েছিলো। কাজ শেষ করার কিছুদিন যেতে না যেতেই ভেঙ্গে পড়ে। তৎকালিন উপজেলা প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অবহিত করা হলে সংস্কারের জন্য কিছু টাকা ও আমার ব্যক্তিগত টাকা দিয়ে আবারও সংস্কার করা হয়েছিলো তাও টেকেনি। এ সর্ম্পকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, দাউরা চন্ডিপুর সংযোগ খালে পুলটি একবার উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের মাধ্যমে নির্মাণ করা হয়েছিলো। পরবর্তীতে বোঝাই জাহাজের ধাক্কায় ভেঙ্গে যায়। এ খবর শুনে নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যানসহ আমি সরেজমিনে গিয়েছিলাম। তখনকার কাজটি নিয়েও কথা উঠেছে। পুনরায় নতুন করে আর কোন বরাদ্দ দেওয়া হয়নি।