মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ১৫ নং ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সমন্বয় সভা অনুুস্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ. মিলন শেখ, পরিচালনা করেন ডিএম (সেলপ) পলাশ হালদার, সহযোগীতা করেন অফিসার সেলপ মাহফুজা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রিপন কুমার পালসহ ৪জন ইমাম, কাজী ও হিন্দু বিবাহ রেজিষ্ট্রার। সভায় বক্তারা বলেন,’কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয় ‘ এমন শ্লোগানকে সামনে রেখে আগত সকলকে সচেতন থাকার ও সমাজের সকলকে অবহিত করার আহবান জানান।