এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : মোরেলগঞ্জ উপজেলার বিষখালি গ্রামের ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধা কানন বালা দাস (৯০) এর ছেলে জগবন্ধু দাস (৪৫) বাদী হয়ে মোরেকরিল লগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। জগবন্ধু দাস বিষ খালি গ্রামের মৃত সুনীল কুমার দাসের ছেলে।
অভিযোগে জগবন্ধু দাস জানান , আমি যশোরে একটি ঔষধ কোম্পানিতে কর্মরত আছি এবং সেখানে স্বপরিবারে বসবাস করি। বড় ভাই কানাডা প্রবাসী বিষ্ণুপদ দাস স্বপরিবারে বিদেশে থাকেন। আমরা বাড়িতে না থাকায় আমিও আমার কানাডা প্রবাসী ভাই আমার বৃদ্ধা মায়ের বসবাস করবার জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে যৌথভাবে একটি পাকা ঘর নির্মাণ করি। আমরা চাকরির কারণে বাইরে থাকায় আমার বৃদ্ধা মাতাকে দেখাশোনা করবার জন্য আমার বোন সোমা রানী দাস মায়ের কাছে রাখি।
কিন্তু আমার মেঝ ভাই বাদল দাস ও তার স্ত্রী দীপা বালা আমাদের অনুপস্থিতির সুযোগে আমাদের বসত ঘরের প্রতি লোভের বসবর্তী হয়ে গত ৩রা জানুয়ারি রাত আনুমানিক ২ ঘটিকার সময় আমার বোন ও মাতাকে ডাকাডাকি করে ঘরের দরজা খুলতে বাধ্য করে। তারা গায়ের জোরে ও পেশি শক্তির বলে আমাদের যৌথ নির্মাণাধীন পাকা ঘরে অনধীকার প্রবেশ করে। পরে আমাদের বসত ঘরে থাকা সকল মালামাল বের করতে বাধ্য করে। এক সপ্তাহ অতিক্রম হলেও আমার বৃদ্ধ মা এখনো বাড়িতে ঢুকতে পারেনি।
জগবন্ধু আরো বলেন, এর আগে আমার মেজ ভাই ঢাকায় চাকরি করতো। তার স্ত্রী আমাদের এলাকায় বসবাস করত। সে বিভিন্ন সময় আমি ও আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করেছে। সে আমার বৃদ্ধা মাকে মারধরসহ একাধিক অভিযোগ করেছে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এ বিষয়ে আমার মেজ ভাই কোন প্রতিবাদ করেনি।
তিনি আরো বলেন, এলাকার এক শ্রেণীর স্বার্থন্বেষী ও প্রভাবশালীর ছত্রছায়ায় থেকে আমার পরিবার ও এলাকার সাধারণ মানুষের নামে ইতিপূর্বে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখনো সে বিভিন্ন প্রভাবশালী দিয়ে আমাদের হুমকি-ধমকি প্রদান করছে। আমরা আমার মাকে নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদ আরিফ জানান, বিষয়টা আমি জানতে পেরেছি। ঘটনা সত্যিই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
মোরেলগঞ্জে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
Leave a comment