জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন মোঃ হাফিজুর রহমান (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার গিরিশনগদ খেয়া ঘাটে গোসল করতে নামায় স্রোতে কিছু দুরে ভেসে যায় এরপর তলিয়ে এ নিখোঁজের ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান অত্র উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে।
ওই ঘটনার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মোল্লাহাট ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফ জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মধুমতি নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে তলিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালাচ্ছেন, যতক্ষণ না উদ্ধার হয় ততক্ষণ তাদের তল্লাশি অভিযান চলবে বলেও জানান তিনি। তিনি আরো জানান, খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা তাদের সাথে যুক্ত হয়ে তল্লাশি চালাচ্ছেন।
এবিষয়ে প্রত্যক্ষদর্শী কয়েক শিশু জানান, তারা গোসল করছিল, এমন সময় ওই লোক এসে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়, তখন কাছেই ছিলেন নৌকা ও মাঝি, ওই মাঝিকে তারা বলছিল স্রোতে ভেসে যাওয়া লোককে নৌকায় তুলতে, কিন্তু মাঝি তাকে উদ্ধার না করে শিশুদের বলেন, নৌকায় পাগল ছাগল (স্রোতে ভাসা ব্যক্তি) তোলা যাবে না। এরপর শিশুরা একসাথে সাঁতরে এগোচ্ছিল, তখন সামনে বেশি স্রোতে তারাও ভেসে/তলিয়ে যাওয়ার আশঙ্কায় ফিরে আসে এবং কুলে উঠে ডাক চিৎকার করে। ততক্ষণে ভেসে যাওয়া লোক শেষ বারের মতো হাত তুলে উদ্ধারের ইশারা করে তলিয়ে যায়।
এ ঘটনায় শিশুরা ওই মাঝির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।