বাগেরহাটের মোল্লাহাট মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভ্রাম্যমাণ আদালত একটি ড্রেজার ও ৭জন ব্যক্তিকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার, ভ‚মি) অনিন্দ্য মন্ডল মোল্লাহাট থানা পুলিশের একটি দলকে সাথে নিয়ে অভিযান চালায়। স্পিডবোর্ডে গোপনীয়ভাবে ঘটনাস্থলে পৌছে নড়াগাতী থানার চাপাইল গ্রামের ইউনুস চৌধুরীও তার ৬জন সহযোগীকে হাতে নাতে আটক করেন। তাদের বির”দ্ধে একটি মামলা দায়ের করে এবং একলক্ষ টাকা জরিমানা আদায় করেন। আটককৃত ইউনুস চৌধুরী দীর্ঘদিন ধরে মধুমতি নদীর মোল্লাহাট অংশের চর সিংগাতী এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করছিলো। এর আগে তাকে ধরতে অভিযান চালিয়ে ও ধরা যায়নী, কারন সে যখনই বুঝতে পারে মোল্লাহাট থেকে মোবাইল কোর্ট আসছে সাথে সাথে সে নড়াইল জেলার অংশে প্রবেশ করে এবং নড়াইল থেকে ইজারা নেওয়া কাগজ পত্র দেখায়, কিন্তু এদিন সে বৈধকোন ইজারার কাগজ পত্র দেখাতে পারেনী বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতিবেদককে জানিয়েছেন। তিনি আরো জানান, কতিপয় অসাধু বালু ব্যবসায়ী অবৈধ ভাবে মধুমতি নদী থেকে বালু উত্তোলন করে নদীর পার্শ্ববর্তি বসবাস কারীদের নদী ভাঙ্গনের ঝুকিতে ফেলছিলো, এবং সমতল ভ‚মির ক্ষতিসাধন করে আসছিলো, তাদেরকে বার বার সতর্ক করলে ও তারা তাদের কাজ করেই যাচ্ছিলো। পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন করলে নিয়মিত মামলা দায়ের এবং আরো বড় জরিমানা আদায় করা হবে।