জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে ওই প্রতিষ্ঠানের নৈশ প্রহরীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগ্রাম দাখিল মাদ্রাসায় গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত নৈশ প্রহরী শেখ আক্তার হোসেন (৫৩)কে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলা নিয়ে মাঠে ক্রিকেট নিয়ে নৈশ প্রহরীর সাথে খেলোয়াড়দের বিরোধ সৃষ্টি হয়। যা নিয়ে পরবর্তীতে মারধরের ঘটনা ঘটে।
ভিকটিম জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে সৈকত (১৮), জুবায়ের (২৫) , ছানা ফকির (৫০), খোবায়ের (১৯) ও বিল্লাল (২২)সহ ৭/৮ জনে তাকে মারধর করে। এসময় মাদ্রাসার কয়েকটি জানালার কাঁচে ভাংচুর করা হয়। এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন নৈশ প্রহরী শেখ আক্তার হোসেন।