মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে মঙ্গরবার(১৮ অক্টোবর) নানা আয়োজনে শেখ রাসেলের শুভ জন্মদিন ’শেখ রাসেল দিবস’-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচি ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শিশু কিশোর সমাবেশ, বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মাল্টিমিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান সম্প্রচার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা(ভাঃ প্রাঃ) ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, ওসি তদন্ত আশ্রাব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, পিআইও মোঃ মফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, ও মোঃ মনিরুজ্জামান মিয়া, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, সহকারী প্রগ্রামার তানিয়া ফেরদৌসীসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক/শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।